top of page
Search

স্কুল-কলেজের পরীক্ষায় সাফল্য লাভের স্বতসিদ্ধ সনাতন উপায়

প্রশ্নকর্তাঃ বেশিরভাগ সময় অনেক পড়াশোনা করা সত্ত্বেও কেন আমরা পরীক্ষায় অধিক নম্বর অর্জনে ব্যর্থ হই?

পুরীপীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীজীঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন কোন বিষয়ের কোন একটা অধ্যায় অধ্যয়ন করবেন তখন সেই অধ্যায়ের সারাংশ তথা মূল বিষয়বস্তুকে মুখস্থ করবার পরিবর্তে তা বুঝবার প্রয়াস করুন এবং প্রশ্নপত্রে বিদ্যমান প্রশ্নে কি চাচ্ছে তা বোঝার চেষ্টা করুন এবং প্রশ্নানুসারে সঠিক উত্তর দেওয়ার যোগ্যতা তৈরী করুন। অধিক পড়ুয়া কোন ব্যক্তিও যদি পরীক্ষার প্রশ্ন বুঝতে না পারে এবং উত্তরপত্রে লেখার শৈলীতে ভুল করে তাহলে অধিক নম্বর পেতে ব্যর্থ হয়। পক্ষান্তরে, কম পড়াশোনা করা ব্যক্তিও যদি প্রশ্নপত্রে কি চাচ্ছে সেটা বুঝতে সমর্থ হয় এবং তদানুসারে উত্তর লিখতে পারদর্শী হয় তাহলে সে অধিক নম্বর লাভে সমর্থ হয়। প্রশ্নের রহস্য জানার চেষ্টা করুন এবং নির্দিষ্ট সময়ে উপযুক্ত শৈলীতে উত্তর লেখার চেষ্টা করুন। যাতে করে পরীক্ষক উত্তরপত্র মূল্যায়ণ করবার সময় আপনার উত্তর প্রদানের শৈলী দ্বারা প্রভাবিত হন। তাই উত্তর প্রদানের শৈলীর উপর অনুসন্ধান করুন। কারণ, যতই আপনি পড়ালেখা করুন না কেন যদি আপনি প্রশ্ন বুঝতে অসমর্থ হন এবং আপনার উত্তর দেওয়ার শৈলীতে ত্রুটি থাকে তাহলে দিনশেষে আপনি অধিক নম্বর লাভে অসমর্থ হবেন।








[অনুবাদেঃ- জগৎগুরু আদি শঙ্করাচার্যের কৃপাধন্য অদ্রিব দেবনাথ]

নমামি শঙ্কর নমামি দূর্গে

 
 
 

Comentarios


Post: Blog2 Post

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook

©2020 by Vedicarya. Proudly created with Wix.com

bottom of page