প্রশ্নোত্তর রত্ন মালিকা, জগৎগুরু আদি শঙ্করাচার্য
- Krishnashish Chakraborty
- Sep 22, 2020
- 1 min read
নমঃ নারায়ণ

, পর্বঃ- ০১ ★শিষ্যঃ- ভগবন্ ! কোন বস্তু গ্রহণযোগ্য ? গুরুঃ- গুরুর বাক্য। ★শিষ্যঃ- ত্যাজ্য কি ? গুরুঃ- অসৎকার্য্য। ★শিষ্যঃ- গুরু কে ? গুরুঃ- যিনি ব্রহ্মতত্ত্ব লাভ করিয়াছেন। এবং যিনি সর্বদা শিষ্যের হিতে নিরত। ★শিষ্যঃ- সুধী ব্যক্তির কোন কার্য্য শীঘ্রই করণীয় ? গুরুঃ- অবিচ্ছিন্ন সংসারের বিনাশ। ★শিষ্যঃ- মুক্তিবৃক্ষের কারণ কি ? গুরুঃ- সম্যক্ জ্ঞান অর্থাৎ তত্ত্বজ্ঞান, যে জ্ঞান বর্ণাশ্রমোচিত কর্মানুষ্ঠান করিতে করিতে নিষ্পন্ন হয়। ★শিষ্যঃ- অতিশয় হিতকর বস্তু কি ? গুরুঃ- ধর্ম। ★শিষ্যঃ- এই সংসারে শুচি কে ? গুরুঃ- যাঁহার চিত্ত শুদ্ধ। ★শিষ্যঃ- পন্ডিত কে ? গুরুঃ- বিবেকী অর্থাৎ, যিনি আত্মা ও অনাত্মার বিবেক করিয়াছেন। ★শিষ্যঃ- বিষ কি ? গুরুঃ- গুরুর প্রতি অবজ্ঞা। ★শিষ্যঃ- সংসারে সার কি ? গুরুঃ- যাহা অনেকবার চিন্তার দ্বারা নির্ণীত হইয়াছে। ★শিষ্যঃ- মনুষ্যের নিরতিশয় অভিলাষিত বস্তু কি ? গুরুঃ- যিনি নিজ ও পরের হিতে রত তাদৃশ জন্ম লাভ। ★শিষ্যঃ- মদিরার(মদ) ন্যায় মোহজনক কোনটি ? গুরুঃ- স্নেহ। নমামি শঙ্কর নমামি দূর্গে প্রচারেঃ- ধর্মচক্র
Comentarios