top of page
Search

ঈশ্বরের অবতার বারংবার কেন ভারতেই অবতীর্ণ হন?

প্রশ্নকর্তাঃভগবানের অবতাররা কেন ভারতেই অবতীর্ণ হন?

পুরীপীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ স্বরস্বতীজীঃ ভারত হলো পৃথিবীর প্রাণকেন্দ্র তথা হৃদয়।এই কারণে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ ইত্যাদি ভগবানের অবতার ভারতেই অবতীর্ণ হন। আচ্ছা, ভগবান সূর্যদেব এখানে অবস্থান করছেন নাকি তাঁর স্বস্থান সৌরমণ্ডলের নাভিতে অবস্থান করছেন? যদি সূর্যদেব পৃথিবীতে অবস্থান করতো তাহলে কি আমরা জীবিত থাকতাম!! সূর্য ভগবান সৌরমণ্ডলে নাভিতে অবস্থান করে কিন্তু সকল মানুষ উপকার পাওয়া থেকে বঞ্চিত হয় না। পূর্বে ভারতের মানচিত্র 'নাশপাতি'র মতো ছিলো।হৃদয়ের নকশাও 'ন‍াশপাতি' এর মতো হয়। ভারতের সংরচনা এমনভাবে হয়েছিল যে, ভারতকে বিশ্বের হৃদয়রূপে উদ্ভাসিত করা হয়। আচ্ছা, আপনি কখনো 'বৃত্ত' অঙ্কন করেছেন? প্রকৃতপক্ষে, 'বৃত্ত' কি? কম্পাসের সুঁইটিকে কেন্দ্রে রেখে তারপর কম্পাসের পেন্সিল সংলগ্ন অংশটিকে ঘুরিয়ে বৃত্ত অঙ্কন করা হয়। যদি আমরা কম্পাসের সুঁইয়ের অংশটিকে কেন্দ্রে স্থাপন না করি, তাহলে পেন্সিলের অংশটিকে ঘোরানো কঠিন হয়ে পড়ে।তাই আমরা কেন্দ্রবিন্দু নির্ণয় করে সেখানে কম্পাসের সুঁইের অংশ স্থাপন করি এবং বৃত্ত অঙ্কন করি। তদ্রুপ, ভারতকে কেন্দ্রস্থানে রেখে মর্ত্যলোকের রচনা করা হয়েছিল। সেই হিসেবে ভারত বিশ্বের হৃদয়। আর এই কারণেই, ভগবান কেবল ভারতেই অবতীর্ণ হন কিন্তু অন্যান্য দেশও কৃপা লাভ করা থেকে বঞ্চিত হয় না।

ধর্মের জয় হোক অধর্মের নাশ হোক বিশ্বের কল্যাণ হোক

নমামি শঙ্কর নমামি দূর্গে অনুবাদে:- অদ্রিব দেব


 
 
 

Comments


Post: Blog2 Post

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Facebook

©2020 by Vedicarya. Proudly created with Wix.com

bottom of page